যে পায় সে পায় – আহসান হাবীব - omar360. বাংলাদেশের সকল শিক্ষণীয় বিষয় এর সমাহার

Header Ads

যে পায় সে পায় – আহসান হাবীব

যে পায় সে পায় 
– আহসান হাবীব


তুমি ভালো না বাসলেই
বুঝতে পারি ভালোবাসা আছে।
তুমি ভালো না বাসলেই
ভালোবাসা জীবনের নাম,
ভালোবাসা ভালোবাসা বলে
দাঁড়ালে দু’হাত পেতে
ফিরিয়ে দিলেই
বুঝতে পারি ভালোবাসা আছে।
না না বলে ফেরালেই
বুঝতে পারি ফিরে যাওয়া যায়
না কখনো।
না না বলে ফিরিয়ে দিলেই
ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়।

সুসজ্জিত ঘরবাড়ি
সখের বাগান,
সভামঞ্চে করতালি;
জয়ধ্বনি পুষ্পার্ঘ্য ইত্যাদি
সব ফেলে
তোমার পায়ের কাছে অস্তিত্ব
লুটিয়ে দিয়ে
তোমাকে না পেলে, জানি
যে পায়, সে পায়
কি অমূল্য ধন।

No comments

Powered by Blogger.