আদুভাই
টানা ৫ বছর ফেল করে ক্লাস সেভেনে আদুভাই'র মত ক্লাস করছে বল্টু,,
বল্টুকে উদ্দেশ্য করে স্যারঃকিরে তোর লজ্জা করেনা বার বার ফেল করিস আর ৫ বছর ধরে একই আছিস
বল্টুঃলজ্জা তো আপনার করা উচিত,,সেই পাচ বছর ধরে দেখছি আপনি চশমা পড়ে একই ক্লাসে আসছেন,,,অন্য ক্লাসে যেতে পারেন না
চায়ের দোকানে কাজ করে বল্টু,,,,
কাস্টমারঃঐ বল্টু একটা চা দিয়ে যা
চা দেওয়ার পড়ে....
কাস্টমারঃকিরে চায়ের মধ্যে পিপড়া কেনো
বল্টুঃও তাই বুঝি!!খেয়ে নিন পিপড়ার জন্য বাড়তি দাম দিতে হবেনা ৫ টাকা দিলেই হবে,,,
বল্টুর শশুর বাড়ি,,,
অনেক দিন পর বল্টুর একটা ছেলে হল।ছেলেকে একবার দেখে এসে বল্টু আর শশুর বাড়ী যায়নি,,
২মাস পর শশুরের ফোন পেয়ে বল্টু গেলো শশুর বাড়ী কিন্তু মনমরা হয়ে এখানে ওখানে বসে থাকে,,,
এই দেখে দাদী শাশুরী বলতেছে,,
দাদীঃকি ব্যাপার বাবা জীবন?মন মরা হয়ে এখানে ওখানে বসে থাকো আমার নাতনী টার কাছে যাওনা,,ঝগড়া হইলো নাকি??
বল্টুঃনা দাদী,,এমনিতেই ভাল লাগতেছে না
দাদীঃআমার কাছে লজ্জা কিসের,,সবকিছু খুলে বল
বল্টুঃনা মানে হইছে কি,,, যেখান দিয়ে গোল দেয় বলটা সেখান দিয়েই বের হয়,,,কিন্তু বলটা আনার সময় তো ৩-৪ জন মিলে নিয়ে আসে,,,তাইতো গোল পোষ্ট টা একটু থেতলে গেসে,,তাই মন খারাপ
দাদীঃএই কথা!!আমার সাথে আসো,,,,
এই যে হেলা ওয়ালা পুকুর দেখছো??
বল্টুঃহ্যা দেখছি
দাদীঃএই পুকুরে একটা ইটা মারো
বল্টুঃইটা মেরে,,,এখন কি??
দাদীঃকি দেখতে পেলে?
বল্টুঃদেখলাম যে ইটা মারায় হেলা গুলো সব সরে গেলো আবার একটু পর সব একত্রিত হয়ে গেলো
দাদীঃঠিক এমোনি,,,যখন বল ৩-৪ জনে বের করে আনে তখন গোল পোষ্ট একটু থেতলে যায়,,,আবা কিছুদিন গেলে গোলপোষ্ট আবার আগের মত হয়ে যায়,,,
বল্টুঃহুম দাদী!!বুঝছি
বল্টু তো বুঝছে কিন্তু বন্ধরা তোমরা বুঝছো কিনা এইটা হলে আসল বিষয়,,
না বুঝলে কমেন্টে জানিয়ো কিন্তু।
No comments