Civil Engineering এর জন্য প্রয়োজনীয় পরিমাপ সমুহ । AutoCAD এর প্রয়োজনীয় মাপ। standard মাপ সমুহ।
Civil Engineering এর জন্য প্রয়োজনীয় পরিমাপ সমুহ: বাড়ি তৈরি বিভিন্ন অংশের মাপ বা আকার বা আয়তন।
নাম | পরিমাপ |
---|---|
দরজা | |
রুমের দরজা | ৪০ ইন্সি |
রান্না ঘরের দরজা | ৩৬ ইন্সি |
বাথরুম এর দরজা | ৩০ ইন্সি |
জানালা | |
রুমের জানালা | রুমের ৩ ভাগের ১ ভাগ। উচ্চতা ৪.৫ ফিট |
রান্না ঘরের জানালা | ৩ভাগের ১ ভাগ। বড় হলে আরো ভালো। |
টয়লেটের জানালা | ১ ফিট থেকে ১.৫ ফিট |
রুম | |
রুম | ১০ X ১০ অথবা ১২ X ১২ ফিট |
রান্না ঘর | ১০ X ৫ ফিট |
টয়লেট | ৭ X ৪ ফিট এর কম |
সিরি | |
প্রস্থ | ৮ ফিট |
দৈর্ঘ্য | ১৩ ফিট |
সিড়ি রাইজ | ১০ ইন্সি |
সিড়ি ট্রেড | ৬ ইন্সি |
লেন্ডিং | ৩ থেকে ৪ ফিট |
আরো কিছু পরিমাপ:
নাম | পরিমাপ |
---|---|
লিভিং রুম বা ড্রয়িং রুম | *উচ্চতা 2.75 মিটার এর কম হবে না। *আয়তন 9.5 বর্গমিটার এর কম হবে না। *কোনপাশের দৈর্ঘ্য 2.4 মিটার এর কম হবে না। |
রান্নাঘর | *উচ্চতা 2.75 মিটার এর কম হবে না। *আয়তন 5 বর্গমিটার এর কম হবে না। *কোনপাশের দৈর্ঘ্য 1.8 মিটার এর কম হবে না। |
টয়লেট | *মাঝের খালি উচ্চতা 2 মিটার এর কম হবে না। *সাইজ 1.8 বর্গমিটার এর কম হবে না। |
স্টোর রুম | *উচ্চতা 2.2 মিটার এর কম হবে না। *আয়তন 3 বর্গমিটার এর কম হবে না। |
গ্যারেজ | *উচ্চতা কমপক্ষে 2.4 মিটার হতে হবে। *আয়তন কমপক্ষে 2.5 মিটার X 5 মিটার হতে হবে। |
সিড়ি | *বাসার জন্য চওড়া 1 মিটার, হলরুমের জন্য 1.5 মিটার, প্রতিষ্ঠানের জন্য 2 মিটার। *পাদানি বা ধাপের চওড়া কমপক্ষে 250 মিমি *একটা ধাপের উচ্চতা 150 মিমি। |
আলো-বাতাসের ব্যবস্থা আলো-বাতাসের প্রবেশের জন্য কমপক্ষে খোলা দেয়াল থাকতে হবে- | 1. গরম আবহাওয়াতে মেঝের দশ ভাগের এক ভাগ পরিমাণ 2. ভেজা গরম আবহাওয়াতে মেঝের ছয় ভাগের এক ভাগ 3. সাধারণ আবহাওয়াতে মেঝের আট ভাগের এক ভাগ। |
বি: দ্র: ১ মিটার =৩.২৮ ফুট।
Civil Engineering Question and Solution
the blog is very interesting and will be much useful for us. thank you for sharing the blog with us. please keep on updating.
ReplyDeleteBIM documentation in USA
AUTO CAD SERVICES