বিশ্ব বিজয়ী হাফেজ মোঃ তারেক মনোয়ারকে একতা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।।।। - omar360. বাংলাদেশের সকল শিক্ষণীয় বিষয় এর সমাহার

Header Ads

বিশ্ব বিজয়ী হাফেজ মোঃ তারেক মনোয়ারকে একতা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।।।।


একতা সমাজ কল্যাণ সংস্থা

শওকত হোসেন, লোহাগাড়া চট্টগ্রাম:

২২ জুন ২০১৮ (জুমাবার) সৌদিআরব অনুষ্ঠিত মুছাবাকাতু আছগরু হুফফাজ বিশ্বের ৭৮ টি দেশের মধ্যে ১ম স্থান ও পি এইচ পি কোরআনের আলো ২০১৮ তে ২য় স্থান অর্জন করায় বিস্বয়কর বালক সুললিত কন্ঠস্বর বড় হাতিয়ার কৃতি সন্তান গারাংগিয়া রংগি পাড়া হেফজ খানার ক্ষদে হাফেজ মোঃ তারেক মনোয়ার ও সম্মানিত শিক্ষক বৃন্দ এবং প্রতিষ্ঠাতা সভাপতি কে বড় হাতিয়ার সুনাম ধন্য সামাজিক সংগঠন তৈয়বের পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি এম.শাহাদত হোসেনের সভাপতিত্বে সংস্থার সাধারণ সম্পাদক মো:শওকত হোসেনের সন্বালানায় ও প্রবাসী মো:শাহ আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা ১৮ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা নুরুল আমিন,হাফেজ ক্বারী মাও:আনোযারুল হক,মাওলানা আমিন উল্লাহ,মো:খোরশেদ আলম চৌধুরী,মুহাম্মদ বাহার উদ্দীন,উপস্হিত ছিলেন সংগঠনের সি:সদস্য মো:জাফর, মো:সাহাব উদ্দীন, মো:নুর হোসেন,মো:শফিক, মো তারেক,আবু হানিফসহ সংস্হার সকল সদস্যবন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।




No comments

Powered by Blogger.