আল্লাহর কাছে থাকার গল্প...
আপনি কি জানেন, কালো আবরণে ঘেরা আপনার পর্দার সূক্ষ প্রাচীরটাও ভেঙে যেতে পারে খুব সহজে, তিল তিল করে গড়ে তোলা আমলের স্তূপটাও ধসে পড়তে পারে। জান্নাতের খুব কাছাকাছি যেয়েও ফিরে আসতে পারে আপনার পা দুটা, সেজদায় নূয়ে পড়া মাথাটাও ভার হয়ে যেতে পারে। হালালের বিধান ভেঙে হারামে আকৃষ্ট হতে পারে আপনার মনটা।ভালো কাজগুলো ছেড়ে খারাপ কাজগুলোতে সায় দিতে পারে আপনার অন্তরটা। প্রভুর প্রেমে সিক্ত হৃদয়টাও প্রেমে পড়ে যেতে পারে অন্য কোনো মানুষের। নর্মিত চোখ গুলোও আটকে যেতে পারে কোনো খারাপ সিনারিওতে, পাপ জেনেও বিবেকটা বাধা নাও দিতে পারে। কোরআনের পরিবর্তে গানের সূক্ষ মিউজিক গুলো উম্মেদনায় মাতিয়ে রাখতে পারে আপনার কানের ছিদ্র দুটিকে।
.
হ্যাঁ, আল্লাহ না করুক অনেক ধার্মিক বোন/ভাইদের জীবন এভাবেই পাল্টে যেতে পারে। শয়তান ভালো মানুষগুলোর পিছনেই পড়ে থাকে সবসময়। কারণ খারাপ মানুষের কাছে যাওয়াটা তার প্রয়োজন পড়ে না।যেকোনো সময় যেকোনো উছিলায় বা যে কারো মাধ্যমে আমরা যে আল্লাহর গোলাম সেটা ভুলিয়ে দিতে পারে।তাই সবসময় সচেতন থাকতে হবে, যেকোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে। তাওয়াক্কুল ও সবরের মাধ্যমেই আল্লাহর সাহায্যে চাইতে হবে।
.
সর্বদা আল্লাহর কাছে এই দু'আ করুন, আল্লাহ যেনো সবসময় দ্বীনের পথে দৃঢ় রাখেন।
`````````````````````
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
.
হে আমাদের রব! আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন।
( সূরা আলে ইমরান / ৩ : ৮-৯ )
.
No comments