আকুতি
![]() |
রাজীন ইমরান রানা |
আমি তোমার হতে চাই
তুমি আমার হবে কি?
শুধু আমার হয়ে গেলে,
বলো তোমার ক্ষতি কি??
আমি অনেক করে এখনো তোমাকে চাইছি।
জানি তোমার মতো হতে না পারার দোষে দোষি
জানি এর পরেও ক্ষমা করে কাছে ডাকবে তুমি!!
তবুও কেন আমার জীবনে আসতে স্বীকৃতি।
ভেবে দেখ পুরানো কথা কতোটা ভালোবেসেছি
বুঝতে কি পারোনা, এখনো ভালোবাসি
তুমি ছাড়া আমার ঘর, সব থেকেও যে খালি
ফিরে এসো আমার ঘরে, এটুকুই আকুতি !!!!!!!!!
No comments