গুরুত্বপূর্ণ কিছু কারক ও বিভক্তির প্রশ্ন ও উত্তর-৬
উত্তর লুকানো আছে। প্রথমে নিজে চেষ্টা করুন। না পারলে উত্তরের পাশে ডাবল ক্লিক করুন -
1. ‘আমি ঢাকায় বাস করি’ এখানে ‘আমি’ কোন কারকে কোন বিভক্তি?
o কর্তৃকারকে শূন্য
o করণ কারকে শূন্য
o অপাদান কারকে শূন্য
o কর্মকারকে শূন্য
Answer: কর্তৃকারকে শূন্য
2. ‘এত শঠতা’ এত যে ব্যথা তবু যেন তা মধুতা মাথা।’ কোন কারকে কোন বিভক্তি?
(বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক নিয়োগ 2014; ; )
o কর্মে সপ্তমী
o অপাদানে শূন্য
o করণে সপ্তমী
o অধিকরনে দ্বিতীয়া
Answer: করণে সপ্তমী
3. ‘গাড়ী স্টেশন ছাড়লো’ –কোন কারক?
o অধিকরণ কারক
o করণ কারক
o কর্ম কারক
o অপাদান কারক
Answer: অপাদান কারক
4. ‘শুধু বিঘে দুই ছিল মোর ভুই’ এখানে ‘ভুই’ কোন কারকে কোন বিভক্তি?
(NBR সহকারী রাজস্ব কর্মকর্তা 2012; ; )
o কর্মে শূন্য
o অধিকরনে ৭মী
o করনে শূন্য
o কর্মে ৭মী
Answer: কর্মে শূন্য
5. কারক নির্ণয় করুন-লোভে পাপ, পাপে মৃত্য।
o কর্মকারক
o অপাদান কারক
o অধীকরন কারক
o সম্প্রধান কারক
Answer: অপাদান কারক
6. নিচের কোনটি করণ কারকের উদাহরণ?
o ছাগলে কিনা খায়
o সে চোখে দেখে না
o সাদা মেঘে বৃষ্টি হয় না
o তিলে তৈল হয়
Answer: সে চোখে দেখে না
7. কলে ছাঁটা চাল ভাল নয়। বাক্যে ’কলে’ কোন কারক?
o কর্তৃকারক
o করণকারক
o কর্মধারয়
o কর্মকারক
Answer: করণকারক
8. নদীতে কুমির আছে।‘নদীতে’ কোন কারকে কোন বিভক্তি?
o অধিকরণ কারক,সপ্তমী বিভক্তি
o কর্মকারক,ষষ্ঠী বিভক্তি
o করণকারক,পঞ্চমী বিভক্তি
o অপাদান কারক,শূন্য বিভক্তি
Answer: অধিকরণ কারক,সপ্তমী বিভক্তি
9. বিলম্বে কাজ ক্ষতি হয়।‘বিলম্বে’ কোন কারকে কোন বিভক্তি?
o অধিকরণ কারক,পঞ্চমী বিভক্তি
o কর্মকারক,সপ্তমী বিভক্তি
o করণকারক,সপ্তমী বিভক্তি
o অপাদান কারক,ষষ্ঠী বিভক্তি
Answer: করণকারক,সপ্তমী বিভক্তি
10.সারারাত বৃষ্টি হয়েছে।‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি?
o অধিকরণ কারক,শূন্য বিভক্তি
o অপাদান কারক,পঞ্চমী বিভক্তি
o কর্তৃকারক,ষষ্ঠী বিভক্তি
o কর্মকারক,সপ্তমী বিভক্তি
Answer: অধিকরণ কারক,শূন্য বিভক্তি
No comments