আমি স্বার্থপর
কবি: রাজীন ইমরান রানা
কাব্যগ্রন্থ: অরিত্র শব্দগুলো তোমার জন্য
ভ্রাত্রিত্তের নদীতে, সেতুর দ্বারে দাড়িয়ে
যখন বন্ধনের কথা
ভাবছি,
ঠিক তখনই, স্বচ্ছ জলে
অভিমানের ছায়া দেখছি।
ছায়া হলো গাড়ো,
আমি হলাম পর
তুমি থাকলে ভালো,
আমি স্বার্থপর
ভাবছি
শুধু তোমার কথা একলা একা বসে
বারান্দাতে
রোদের ঝিলিক নেই যে তুমি পাশে
হাতটা
আমার খালিই আছে তোমার অপেক্ষাতে
বুঝবে
তুমি কবে আমি আছি যন্ত্রনা
No comments