একটি কবিতার অপমৃত্যু
কবি: রাজীন ইমরান রানা
কাব্যগ্রন্থ: অরিত্র শব্দগুলো তোমার জন্য
এভাবেই একটি কবিতার অপমৃত্যু
ঘটলো
হটাৎ শব্দে সবাই দৌড়ে এলো
কেউ দাড়ালো, কেউ বা আবার
না
হায় হায় চিৎকার চারিদিকে
আমি শুধু নিস্পলক তাকিয়ে
দৃষ্টি স্থির চারদিক ধোয়াশা
ধীরে, অতি ধীরে কবিতার শ্বাস
প্রশ্বাস শোনার চেষ্টা !!!!!!!
কবিতার লাইনে লাইনে কত হাসি-আনন্দ,
কত কথা, জীবনের মানে খোজা,
জীবন দিয়ে জীবনকে চাওয়া।
হাতের উপর হাত অনিশ্চিত জীবনে
ভরসার আবেশ।
এক সাথে পথ চলা, ছোট ছোট
স্বপ্নে জীবন গড়া।
অগছালো দুটি জীবন একটি কবিতায়
গোছানোর চেষ্টা।
কবিতার শ্বাস থেমে যাচ্ছে
আমার চারপাশ আবছা থেকে অন্ধকার
হলো
চারপাশ অন্ধকার, বিদঘুটে
অন্ধকার
একটি
কবিতার অপমৃত্যু হলো ...
No comments