একবার ভাবো, শুধু একবার
কাব্যগ্রন্থ: অরিত্র শব্দগুলো তোমার জন্য
এদেশ
নিয়ে তুমি গল্প শুনেছো অনেক,
শুনেছো
এদেশের স্বাধীনতার যুদ্ধ নিয়েও অনেক গল্প ।
এদেশ
নিয়ে তুমি স্বপ্ন দেখেছো অনেক ।
শুনেছো
৫২ এর ভাষা আন্দোলনের কথা
সালাম,
বরকত, রফিক, জব্বারদের কথা ?
৬৯
এর গণ আন্দোলণের কথা শুনে কি মিছিলে যাবার ইচ্ছে জাগে নাই ?
রক্ত
কি টগবগিয়ে ফোটে নাই, ৭১ এর বিরাঙ্গনার হাহাকার শুনে,
আমার
তো এখনো করে ।
৭১
কি তোমাকে সেই যুবকের কথা বলে না ?
যে
তার স্বপ্নকে ভুলে দেশ স্বাধীন করতে গেলো, আর ফিরে এলো না ।
যে
মা আজো তার সন্তানের পথ চেয়ে থাকে ।
যে
সন্তান অশ্রু ফেলে আজো তার বাবার জন্য ।
সেই
স্বপ্ন কি তোমাকে নাড়ায় না ?
তোমার
শোনা সেই গল্পগুলো কি এখনো তোমাকে ভাবায় ?
ভাবতে
কি বাধ্য করেনা তোমাকে,
কি
গল্প শুনেছিলাম, আর কি দেখছি ?
এদেশ
গড়ার এক সৈনিক তুমি,
তুমিই
এদেশের ভবিষ্যৎ ।
দেশটা
কি তোমার না ? তুমি কি বর্তমানের যোদ্ধা নও ?
অন্যায়ের
প্রতিবাদ কি আজ তুমি করবে না ?
ওরা
তোমাকে দেশ দিয়ে গেছে,
এখন
এ দেশ গড়ার দায়িত্ব তোমার , আমার, সকলের ।
একবার
ভাবো, এদেশ তোমাকে শব্দ দিয়েছে, প্রতিবাদ করার ,
এদেশ
তোমাকে স্বপ্ন দিয়েছে, দেশ গড়ার
এদেশ
তোমাকে স্বাধীনতা দিয়েছে, মাথা তুলে দাড়াবার ।
একবার ভাবো, শুধু একবার …
No comments