কবিতা: আপা-দুলাভাই
কবিঃ আব্দুল কাইয়ুম
গম্ভীর ভাবের মানুষ বটে মোদের মিঞা ভাই
তাহার মত ভালো মানুষ আর না খুজে পাই।
বড় আপাও কম নয়, সন্দেহ নাই এতে,
তিনি একটু রাগ করেন আদর থাকে যাতে।
মামুন ভাই তো ভারী মজার পছন্দ তার লুডু
কথা বলেন এমন সব যাতে আছে জাদু।
মেজো আপাও হেব্বি মানুষ মোদের মেজো বোন
যেমন সুন্দর কথা বার্তা তেমনি তার মন।
সাকিব ভাইও সেই মানুষ, বড়ই ভদ্র লোক
সব কথাতেই মজা পান খুলেন শুধু মুখ।
ছোট আপা ভারী মজার যদিও হাসে না সর্বক্ষণ
তবে অন্যের একটু কষ্টতেই কাদে তার মন।
No comments